শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নয় দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
রেজিস্ট্রার দপ্তরের তথ্য অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
এর আগে ও পরে থাকা সাপ্তাহিক ছুটি (২৬, ২৭ সেপ্টেম্বর এবং ৩, ৪ অক্টোবর) মিলিয়ে মোট নয় দিনের ছুটি উপভোগ করবেন শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তারা।
রেজিস্ট্রার অধ্যাপক আনোয়ার হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী ২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৫ অক্টোবর থেকে যথারীতি সব কার্যক্রম চালু হবে।
এসআর
মন্তব্য করুন: