[email protected] সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৫ কার্তিক ১৪৩২

একাদশে ভর্তিতে বাদ পড়াদের জন্য শেষ সুযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১:৪২ এএম

সংগৃহীত ছবি

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শেষবারের মতো অনলাইনে আবেদন করার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ভর্তি কমিটি।

আগের তিন ধাপে ভর্তির সুযোগ না পাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য এটাই শেষ সুযোগ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন করা যাবে আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২২ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত। আবেদনের ফল প্রকাশ হবে ২৪ সেপ্টেম্বর রাত ৮টায়।

চতুর্থ পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে ২৫ থেকে ২৬ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে। এরপর কলেজে ভর্তি সম্পন্ন করতে হবে ২৮ ও ২৯ সেপ্টেম্বর।

শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd থেকে পূর্ণাঙ্গ নির্দেশিকা দেখে আবেদন করতে হবে। এ সময় কলেজে আসন খালি থাকার ভিত্তিতে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বেছে নেওয়া যাবে।

কে আবেদন করতে পারবে?

  • যারা আগের তিন ধাপে আবেদন করেনি বা আবেদন করেও সিলেকশন পায়নি।
  • যারা মনোনয়ন পেলেও নির্ধারিত সময়ে নিশ্চায়ন বা ভর্তি করতে পারেনি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর