[email protected] মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
৬ কার্তিক ১৪৩২

চাকসুর প্রীতিলতা হলে ছাত্রী সংস্থার প্যানেল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ৪:৩৭ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে ক্যাম্পাস।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রীতিলতা হল সংসদের জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ইসলামী ছাত্রী সংস্থা। 

সংঘবদ্ধ ছাত্রী জোট’ নামে ১২ সদস্যের এই প্যানেলের হয়ে তারা ১৬টি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

শীর্ষ তিন পদে মনোনয়ন নিয়েছেন—

  • সহসভাপতি (ভিপি): মিজবাউল জান্নান তারিন (হিসাববিজ্ঞান, ২০১৯-২০ সেশন)
  • সাধারণ সম্পাদক (জিএস): নাদিয়া সুলতানা তাসনিয়া (আরবি, ২০২২-২৩ সেশন)
  • সহ-সাধারণ সম্পাদক (এজিএস): আফরিদা রিমা (ভূগোল ও পরিবেশবিদ্যা, ২০২২-২৩ সেশন)

এ ছাড়া দপ্তর সম্পাদক পদে সাবিহা (ব্যবস্থাপনা), যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে নাজমুন নাহার এবং সাহিত্য সম্পাদক পদে সিরাজুল মনিরাসহ অন্যান্য প্রার্থীরাও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

চাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা, ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর