[email protected] মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
৫ কার্তিক ১৪৩২

ডাকসু নির্বাচন নিয়ে রিট শুনবে না হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫ ৫:৫৫ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে করা রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট।

প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে মো. জুলিয়াস সিজার তালুকদার একটি রিট দায়ের করেছিলেন।

তবে আদালত জানিয়েছেন, ডাকসু নির্বাচন সংক্রান্ত বিষয়ে ইতোমধ্যেই আপিল বিভাগ সিদ্ধান্ত দিয়েছে। তাই নতুন করে এ নিয়ে রিট শুনানি হবে না।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি আকরাম হোসেন চৌধুরী রিটকারীর আইনজীবী সরদার আবুল হোসেনকে উদ্দেশ করে বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আগে রিট করা হয়েছিল, তখনও ফিরিয়ে দিয়েছি।

ঢাবির ভিসি আমার আত্মীয়। তাছাড়া, এ বিষয়ে আপিল বিভাগ ইতোমধ্যে হস্তক্ষেপ করেছে। সুতরাং আমরা এই রিট শুনব না। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর