[email protected] রবিবার, ১৭ আগস্ট ২০২৫
২ ভাদ্র ১৪৩২

মাদ্রাসায় দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা চালুর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৫ ১:২৪ এএম

সংগৃহীত ছবি

শিক্ষা মন্ত্রণালয় আলিয়া মাদ্রাসার দাখিল ও আলিম পর্যায়ে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর সিদ্ধান্ত নিয়েছে।

২০২৬ শিক্ষাবর্ষ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বুধবার (১৩ আগস্ট) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উবায়দুর রহমান সাহেল স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে জানুয়ারি ২০২৬ শিক্ষাবর্ষ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু করতে হবে।

নোটিশে এ লক্ষ্যে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—

  • দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য পাঠ্যক্রম ও পূর্ণাঙ্গ সিলেবাস প্রণয়ন
  • সিলেবাস অনুযায়ী বিষয়ভিত্তিক পাঠ্যপুস্তক নির্ধারণ ও প্রস্তুত
  • আগামী শিক্ষাবর্ষে প্রাথমিকভাবে নির্বাচিত মাদ্রাসায় বিভাগ চালুর উদ্যোগ
  • সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান
  • প্রয়োজন অনুযায়ী এনটিআরসিএর মাধ্যমে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ
  • শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু

এ নির্দেশনাগুলো বাস্তবায়নপূর্বক ২০২৬ সাল থেকেই মাদ্রাসার দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর