২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদানের জন্য জরুরি ভিত্তিতে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃহস্পতিবার (৭ আগস্ট) অধিদপ্তরের পক্ষ থেকে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে পাঠানো এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, নির্ধারিত ছক অনুযায়ী প্রতিটি শিক্ষাবোর্ডকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা, মোট উত্তীর্ণের সংখ্যা, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা, এবং জিপিএ-৫ ব্যতীত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা জানাতে হবে।
এই তথ্যের ভিত্তিতেই বৃত্তি প্রদানের কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: