[email protected] বৃহঃস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
২৩ শ্রাবণ ১৪৩২

একাদশ শ্রেণিতে বিশেষ কোটায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ আগষ্ট ২০২৫ ৬:৩২ পিএম
আপডেট: ০৩ আগষ্ট ২০২৫ ৬:৩৪ পিএম

সংগৃহীত ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিশেষ কোটায় ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, প্রবাসীদের সন্তান, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বি.কে.এস.পি) থেকে উত্তীর্ণ শিক্ষার্থী এবং বিভাগীয় বা জাতীয় পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা ম্যানুয়ালি ভর্তি আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের নিজ নিজ বোর্ডে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ আবেদন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড যাচাই-বাছাই করে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে।

এছাড়া, এসব কোটাভুক্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ন্যূনতম জিপিএ শিথিলযোগ্য বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য ও নির্দেশনা পাওয়া যাবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর