[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৮ শ্রাবণ ১৪৩২

শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করল মার্কিন দূতাবাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫ ৪:৩০ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা যেন দ্রুত ভিসার জন্য আবেদন করেন। বিশেষ করে যেসব শিক্ষার্থী ইতোমধ্যে অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, তাদের এখনই আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সময়মতো আবেদন করলে ভিসা প্রক্রিয়ায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বিলম্ব এড়ানো সম্ভব। এজন্য প্রক্রিয়াটি যথাসময়ে শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রতিবছর বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য আবেদন করে থাকেন। এই প্রেক্ষাপটে মার্কিন দূতাবাস নিয়মিতভাবে শিক্ষার্থীদের ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, সহায়তা এবং পরামর্শ দিয়ে আসছে।

শিক্ষার্থীদের উদ্দেশে দূতাবাস আরও জানিয়েছে, ভিসা সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট ও অনুমোদিত শিক্ষাবিষয়ক সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর