[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৮ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোন কলেজে ২৭ জুলাই থেকে ধাপে ধাপে ক্লাস চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫ ১২:২৬ এএম

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সীমিত পরিসরে ক্লাস চালু হচ্ছে আগামী ২৭ জুলাই (রোববার) থেকে।

প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। ধাপে ধাপে অন্যান্য শ্রেণির কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

বুধবার (২৩ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি জানান, "এই দুর্ঘটনা আমাদের জন্য বড় এক ধাক্কা।

শিক্ষার্থীদের মানসিক চাপ ও একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে আমরা ধীরে ধীরে শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছি।"

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পরপরই আগুন ধরে যায়, এবং এতে প্রাণহানিসহ বহু হতাহতের ঘটনা ঘটে। পরদিন থেকেই কলেজে বন্ধ রাখা হয় সব ধরনের ক্লাস ও শিক্ষা কার্যক্রম।

দুর্ঘটনার সময় ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে পুনরায় শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে, হতাহতের সংখ্যা ও তথ্য নিয়ে বিভ্রান্তি এড়াতে ক্যাম্পাসে একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) স্থাপনের নির্দেশ দিয়েছেন কলেজের দুই উপদেষ্টা। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর