[email protected] সোমবার, ৪ আগস্ট ২০২৫
২০ শ্রাবণ ১৪৩২

গণিতে কুপোকাত এসএসসির শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুলাই ২০২৫ ৭:০৭ পিএম

সংগৃহীত ছবি

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সবচেয়ে বেশি খারাপ ফল হয়েছে গণিতে।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড—সবখানেই এই বিষয়ে পাসের হার তুলনামূলকভাবে কম। যেখানে বাংলা, রসায়ন বা আইসিটিতে অধিকাংশ বোর্ডেই পাসের হার ৯০ শতাংশের বেশি, সেখানে গণিতে কোনো বোর্ডই ৯০-এর ঘর ছুঁতে পারেনি।

বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছরের তুলনায় যা ১৪ দশমিক ৫৯ শতাংশ কম। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার মনে করেন, প্রশ্নপত্র কঠিন হওয়া, মফস্বলে দক্ষ গণিত ও ইংরেজি শিক্ষকের অভাব এবং সহানুভূতির নম্বর না দেওয়ার কঠোর নীতির কারণেই ফলাফল খারাপ হয়েছে।

শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এবার ৯৮৪টি, যা গত বছরের তুলনায় ১,৯৮৪টি কম। বিপরীতে, পাস না করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪টিতে।

বিষয়ভিত্তিক ফলাফল চিত্র
রাজশাহী বোর্ডে গণিতে পাসের হার ৮৬ দশমিক ৫২ শতাংশ, যশোরে ৮৫ দশমিক ০২, চট্টগ্রামে ৮১ দশমিক ৫৩, ঢাকায় ৭৫ দশমিক ১৪, কুমিল্লায় ৭২ দশমিক ০২, দিনাজপুরে ৭১ দশমিক ৩৫, বরিশালে ৬৪ দশমিক ৬২ এবং ময়মনসিংহে সবচেয়ে কম ৬৪ দশমিক ২৭ শতাংশ।

মাদরাসা বোর্ডে গণিতে পাসের হার ৭৯ দশমিক ৭৩ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৮৮ দশমিক ৭২ শতাংশ।

বাংলায় প্রায় সব বোর্ডেই পাসের হার ৯৫ শতাংশের ওপরে, বিশেষ করে দিনাজপুরে ৯৯ দশমিক ২৩ এবং কুমিল্লায় ৯৮ দশমিক ৮৬ শতাংশ। রসায়ন, পদার্থবিজ্ঞান ও আইসিটিতেও বেশ ভালো ফলাফল করেছে শিক্ষার্থীরা।

বোর্ডভিত্তিক গড় পাসের হার:
ঢাকা বোর্ডে ৬৭ দশমিক ৫১ শতাংশ, রাজশাহীতে ৭৭ দশমিক ৬৩, যশোরে ৭৩ দশমিক ৬৯, চট্টগ্রামে ৭২ দশমিক ০৭, দিনাজপুরে ৬৭, কুমিল্লায় ৬৩ দশমিক ৬০, সিলেটে ৬৮ দশমিক ৫৭, ময়মনসিংহে ৫৭ দশমিক ৩৫ ও বরিশালে ৫৬ দশমিক ৩৮ শতাংশ।

মাদরাসা ও কারিগরি বোর্ডে যথাক্রমে ৬৮ দশমিক ০৯ ও ৭৩ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর