[email protected] সোমবার, ৪ আগস্ট ২০২৫
২০ শ্রাবণ ১৪৩২

জিপিএ-৫ ও পাসের হারে মেয়েরা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুলাই ২০২৫ ৩:১৮ পিএম

সংগৃহীত ছবি

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করে। বোর্ডগুলো হলো—ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর ছেলেদের চেয়ে ৩ দশমিক ৭৯ শতাংশ বেশি ছাত্রী পাস করেছে। পাশাপাশি, জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায়ও মেয়েরা এগিয়ে। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী; এর মধ্যে ৮ হাজার ২০০ জন বেশি ছাত্রী।

তবে গত বছরের তুলনায় জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।  

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর