[email protected] মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
২০ শ্রাবণ ১৪৩২

সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা মাউশির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জুলাই ২০২৫ ৬:৫১ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৫ ৬:৫৮ পিএম

সংগৃহীত ছবি

দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের জন্য নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (৩ জুলাই) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, সরকার প্রতি বছর ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে সাধারণ ছুটির দিন ঘোষণা করেছে। এই দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ১ নম্বর পরিপত্র অনুযায়ী ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়াও, ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে সরকার ঘোষিত দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এটি একই পরিপত্র অনুযায়ী ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

মাউশির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব নির্দেশনা যথাযথভাবে পালন নিশ্চিত করতে ইতোমধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

নির্দেশনায় উল্লিখিত উভয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর