[email protected] শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
২৪ শ্রাবণ ১৪৩২

এডাস্ট এসডিআই ও সোল গেটওয়ে কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জুলাই ২০২৫ ১:০১ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৫ ১:০২ এএম

সংগৃহীত ছবি

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এডাস্ট এসডিআই) এবং দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান সোল গেটওয়ে কর্পোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এডাস্ট এসডিআই-এর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইনস্টিটিউটের পরিচালক ড. আ ন ম এহসানুল হক মিলন এবং সোল গেটওয়ে কর্পোরেশনের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও ড. জে কিউন মুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. মো. সিরাজুল হক চৌধুরী, সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু, সদস্য কামরুন নেহার, সদস্য তানভীর ইসলাম পাটোয়ারী, উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, চিফ একাডেমিক অ্যাডভাইজার প্রফেসর ড. এ.বি.এম. শহিদুল ইসলাম, রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, ইনডিপেন্ডেন্ট রিনিউএবল এনার্জি কনসালটেন্ট সামসুল আরেফিন সোহেল, ব্যারিস্টার জাকির হাসান (ম্যানেজার, বিজনেস অপারেশন, এসডিআই), প্রোগ্রাম কো-অর্ডিনেটর তানঝিম আরা ইঝুম, সোল গেটওয়ে কর্পোরেশনের কোরিয়া ও বাংলাদেশ টিমের সদস্যরা।  

এই চুক্তির আওতায়, দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে, বিশেষ করে দক্ষিণ কোরিয়ায়।

প্রশিক্ষণ কার্যক্রম হবে শিল্পভিত্তিক, ব্যবহারিক ও আধুনিক প্রযুক্তিনির্ভর, যা কোরিয়ান শ্রমবাজারের চাহিদা পূরণে সক্ষম হবে।

এছাড়া, চুক্তিটি একাডেমিক সহযোগিতা জোরদার করবে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের বিনিময়, যৌথ গবেষণা, একাডেমিক ভিজিট এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। ফলে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শিক্ষা ও প্রযুক্তিগত ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সমঝোতা স্মারককে ভবিষ্যতের আন্তর্জাতিক অংশীদারিত্বের একটি মাইলফলক হিসেবে দেখছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর