[email protected] সোমবার, ৪ আগস্ট ২০২৫
২০ শ্রাবণ ১৪৩২

২৫ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে এসএসসি ফল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুন ২০২৫ ৪:৩০ পিএম
আপডেট: ১২ জুন ২০২৫ ৪:৩৪ পিএম

সংগৃহীত ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল ২৫ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

বুধবার (১১ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।

তিনি বলেন, “পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ রয়েছে। সে অনুযায়ী আমরা ২৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশে প্রস্তুতি নিচ্ছি।”

পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, ফল প্রস্তুতের কাজ চলছে।

খাতা মূল্যায়নে প্রাথমিকভাবে কিছু অনীহা থাকলেও পরে অধিকাংশ প্রধান পরীক্ষক খাতা গ্রহণ করেছেন। ইতোমধ্যে ওএমআর শিট জমা দেওয়া শুরু হয়েছে। আগামী ১৫ জুনের মধ্যে সব ওএমআর শিট বোর্ডে জমা হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমানে স্ক্যানিং ও নম্বর ইনপুটের কাজ চলমান রয়েছে। অফিস খুললে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে পর্যন্ত এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২৫ মে। এবার ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করলেও ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অনুপস্থিত ছিলেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর