[email protected] মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

আজ থেকে টানা শাটডাউনের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫ ১:০৪ এএম

সংগৃহীত ছবি

সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে টানা শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনরত কারিগরি ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে এ কর্মসূচি শুরু হবে।

সোমবার (২৮ এপ্রিল) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয় দফা দাবি বাস্তবায়নে রূপরেখা প্রণয়ন না হওয়া পর্যন্ত টানা শাটডাউন চলবে। শিক্ষার্থীদের স্লোগান, "ছয় দফা না মানলে, মৃত্যু অবধারিত।"

এর আগে চার লাখের বেশি পলিটেকনিক শিক্ষার্থী স্মারকলিপি প্রদান, মানববন্ধন, ক্লাস-পরীক্ষা বর্জন, সড়ক অবরোধ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন। আন্দোলনের অংশ হিসেবে ১৬ এপ্রিল ঢাকার সাতরাস্তা মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। একই দিনে দেশের বিভিন্ন স্থানে অবরোধ চলাকালে কুমিল্লায় পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটে, যা আন্দোলনকে নতুন মাত্রা দেয়।

পরবর্তী সময়ে সরকার থেকে আলোচনার আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা কর্মসূচি সাময়িক শিথিল করলেও, আলোচনা প্রত্যাশিত ফল না দেওয়ায় আবারও কর্মসূচি শুরু করেন।

২২ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়। তবে পরদিনই (২৩ এপ্রিল) আলোচনার অগ্রগতি না হওয়ায় সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা।

পলিটেকনিক শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর