[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫ ১২:৪০ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১১টার দিকে ধানমন্ডি এলাকায় উত্তেজনার সূত্রপাত হয়, যা একপর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপে রূপ নেয়।

ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর দাবি, সোমবার ধানমন্ডি এলাকায় তাদের এক সহপাঠীকে অজ্ঞাতনামা কয়েকজন যুবক মারধর করে। তাদের মতে, হামলাকারীদের মধ্যে একজন সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে সিটি কলেজের সামনে জড়ো হন।

এ সময় সিটি কলেজের শিক্ষকরা পরিস্থিতি শান্ত রাখতে চেষ্টা করলেও শিক্ষার্থীদের একটি অংশ কলেজের গেট লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে ১৫ এপ্রিল রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে দুই কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সময় বেশ কয়েকজন আহত হন।

পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখিকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। উত্তেজনা বাড়লে উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগ এবং নিউমার্কেট থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা মোতায়েন করা হয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর