[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম: দাবি মানা না হলে ‘লংমার্চ টু ঢাকা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫ ৩:০৪ পিএম
আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ৩:০৬ পিএম

সংগৃহীত ছবি

ছয় দফা দাবি ৪৮ ঘণ্টার মধ্যে না মানলে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ‘কারিগরি ছাত্র আন্দোলন’ নামে পলিটেকনিক শিক্ষার্থীদের একটি সংগঠন।

রোববার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত এক মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা।

সমাবেশে কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষে বক্তব্য রাখেন নিশান রহমান। তিনি বলেন, “আমাদের দাবি নিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আমরা ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করব।”

আন্দোলনের আরেক প্রতিনিধি জানান, “আমরা আর মৌখিক আশ্বাসে আস্থা রাখছি না। এসি রুমের আলোচনা আমরা বয়কট করেছি। দাবি আদায়ে প্রয়োজনে কঠোর কর্মসূচিতে যাব।”

এর আগে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে শুরু করেন। পরে বেলা ১১টার পর বিক্ষোভ মিছিল নিয়ে তারা আগারগাঁওয়ের মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এসে সমাবেশে মিলিত হন।

সমাবেশে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন— “আমি কে, তুমি কে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার”, “তেরোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার”, “দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার”, “এক হও, এক হও—পলিটেকনিক এক হও”।

উল্লেখ্য, গত শনিবার (১৯ এপ্রিল) ‘রাইজ ইন রেড’ শীর্ষক মানববন্ধন কর্মসূচি শেষে শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী আজকের মহাসমাবেশের ঘোষণা দেন। তারও আগে, গত বুধবার ছয় দফা দাবিতে সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভে অংশ নেন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে শিক্ষার্থীরা সন্তোষজনক সমাধান না পাওয়ায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা আসে। শুক্রবার তারা ‘কাফন মিছিল’ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি: ১. হাইকোর্টের রায় বাতিল করে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির সুযোগ নিশ্চিত করা
২. সংশ্লিষ্ট মামলার সঙ্গে জড়িতদের চাকরিচ্যুত এবং পদবি পরিবর্তন
৩. ২০২১ সালের নিয়োগ বাতিল করে সংশোধিত নিয়োগবিধি প্রণয়ন
৪. ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ এবং মানসম্পন্ন কারিকুলাম চালু
৫. কোর্সটি পর্যায়ক্রমে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পরিচালনার উদ্যোগ
৬. চার বছর মেয়াদি ডিপ্লোমাধারীদের জন্য দশম গ্রেডে পদ সংরক্ষণ ও নিম্নপদে নিয়োগের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর