[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫ ৪:১৬ পিএম

ফাইল ছবি

দীর্ঘদিনের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াছমিনের সঙ্গে বৈঠকের পর শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টায় সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কারিগরি ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠক শেষে ছাত্র প্রতিনিধিরা জানান, আলোচনায় কোনো কার্যকর অগ্রগতি না থাকায় তারা অসন্তুষ্ট।

ছাত্র প্রতিনিধি জোবায়ের পাটোয়ারী বলেন,
“৮ মাস ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো দাবি বাস্তবায়িত হয়নি। সচিবালয়ে এসেও আমরা প্রতারিত হয়েছি। আমাদের সঙ্গে যিনি বৈঠকে বসেছেন, তিনি নিজেই জানতেন না যে শিক্ষা উপদেষ্টা উপস্থিত থাকার কথা ছিল। অযৌক্তিক আলোচনার মাধ্যমে শুধু সময় নষ্ট করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা দীর্ঘমেয়াদি আন্দোলনে যেতে চাই না। দ্রুত সমাধান চাই। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব, জনদুর্ভোগ যতটা সম্ভব কমিয়ে।”

শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে:

১. জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য ৩০% প্রমোশন কোটা বাতিল,
২. জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের জন্য বাধ্যতামূলকভাবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নির্ধারণ,
৩. কারিগরি সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ,
৪. প্রতিটি বিভাগীয় শহরে একটি করে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন,
৫. মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষা চালু এবং ডিপ্লোমাধারীদের শিক্ষক পদের জন্য আবেদনের সুযোগ নিশ্চিত,
৬. প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করেন। একইসঙ্গে সারাদেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন, ঢাকার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর