ছয় দফা দাবি আদায়ের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল (বৃহস্পতিবার) সারা দেশে রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
তবে আজকের মতো সড়ক অবরোধ কর্মসূচি তারা প্রত্যাহার করেছেন।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে আন্দোলনের পক্ষ থেকে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী।
তিনি জানান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান, ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টদের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক হয়েছে। তবে বৈঠকে দাবিগুলো লিখিতভাবে মানতে কর্তৃপক্ষের অস্বীকৃতির কারণে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জুবায়ের বলেন, “আমরা একমত হতে পারিনি। তাই আগামীকাল রেলপথ অবরোধ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। এ আন্দোলন সফল করতে দেশের সব পলিটেকনিক শিক্ষার্থীদের একসঙ্গে রাস্তায় নামার আহ্বান জানাচ্ছি।”
উল্লেখ্য, ছয় দফা দাবিতে গত কয়েকদিন ধরেই রাজধানীসহ সারা দেশে আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকারি-বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীরা।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষক সংকট দূর করা, ডিপ্লোমা কোর্সের মেয়াদ নিশ্চিত করা, চাকরিতে সংরক্ষণ, উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি ইত্যাদি।
এসআর
মন্তব্য করুন: