খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা আজ রোববার (১৩ এপ্রিল) রাত ৮টার মধ্যে আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
এর আগে, শিক্ষার্থীরা এই দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিত আবেদন করেন।
দুপুর আড়াইটার দিকে দেড় শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করে পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।
বিকেলে শিক্ষক প্রতিনিধি দল এসে শিক্ষার্থীদের জানান, সিন্ডিকেট সভা ছাড়া হল ও একাডেমিক কার্যক্রম চালু করা সম্ভব নয়।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ক্যাম্পাস ও হল বন্ধ থাকায় তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে, পাশাপাশি টিউশনি করেও অনেকে আয় করতে পারছেন না। দাবি পূরণ না হলে তারা পরবর্তী কর্মসূচি ঠিক করবেন।
কুয়েট সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আবেদন উপাচার্যকে জানানো হয়েছে। সিন্ডিকেট সভার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় শতাধিক আহত হন।
এরপর ২৫ ফেব্রুয়ারি কুয়েট কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করে।
এসআর
মন্তব্য করুন: