[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

"বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির ঘোষণা তিতুমীর শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৫ ৩:৪০ এএম
আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ৩:৪১ এএম

ফাইল ছবি

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করার দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে কলেজের শিক্ষার্থীদের সংগঠন ‘তিতুমীর ঐক্য’ এক বিবৃতিতে জানায়, শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার মধ্যে দাবি না মানা হলে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ নামে অবরোধ কর্মসূচি পালন করা হবে।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়ে আসছেন। ইতোমধ্যে এই দাবিতে আমরণ অনশন শুরু হয়েছে, যা অব্যাহত থাকবে। তবে শনিবার নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে রেল ও সড়কপথ অবরোধ করে অনির্দিষ্টকালের জন্য নতুন কর্মসূচি চালিয়ে নেওয়া হবে।

শিক্ষার্থীদের ৭ দফা দাবির মধ্যে রয়েছে:
১. সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ।
2. বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা।
৩. শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ অথবা আবাসন ব্যয় বহন।
৪. নতুন দুটি বিষয়—আইন ও সাংবাদিকতা—সংযোজন।
৫. যোগ্যতাসম্পন্ন পিএইচডি শিক্ষক নিয়োগ।
৬. শিক্ষার মানোন্নয়নে আসন সংখ্যা নির্দিষ্টকরণ।
৭. আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণাগার গড়ে তুলতে জমি ও অর্থ বরাদ্দ।

এদিকে, বিশ্ব ইজতেমার কথা বিবেচনা করে শিক্ষার্থীরা জানিয়েছেন, শনিবার সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত ব্যারিকেড শিথিল থাকবে।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এর মধ্যে তিতুমীর কলেজ অন্যতম। অধিভুক্তির পর থেকেই শিক্ষার্থীরা কলেজটিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়ে আসছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর