[email protected] বুধবার, ৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

শিক্ষায় স্থায়ী কমিশনসহ গুরুত্বপূর্ণ সুপারিশ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫ ১:৪৯ এএম

ফাইল ছবি

দেশের শিক্ষাব্যবস্থায় বারবার কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করা হলেও এখনো স্থায়ী শিক্ষা কমিশন গঠন করা হয়নি।

গবেষণা ও পর্যাপ্ত যাচাই-বাছাই ছাড়াই নেওয়া বিভিন্ন সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল আসেনি, বরং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা বিভ্রান্ত হয়েছেন।

তবে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ৩০ সেপ্টেম্বর একটি নয় সদস্যের পরামর্শক কমিটি গঠন করেছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমদকে এই কমিটির আহ্বায়ক করা হয়। কমিটির কাজ প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও কাঠামোগত পরিবর্তনের সুপারিশ প্রদান।

আগামী সপ্তাহে এই কমিটি তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা ভাবছে।

প্রতিবেদনে শিক্ষায় স্থায়ী শিক্ষা কমিশন গঠন, শিক্ষকদের বেতন ও মর্যাদা বৃদ্ধির সুপারিশ, দুর্বল শিক্ষার্থীদের জন্য পৃথক সহায়তার ব্যবস্থা এবং বিদ্যালয়গুলোকে লাল, হলুদ ও সবুজ তিন শ্রেণিতে গ্রেডিং করার প্রস্তাব উঠে আসবে।

কমিটির আহ্বায়ক অধ্যাপক মনজুর আহমদ জানিয়েছেন, কমিটি শিক্ষার্থীদের শেখার মানোন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। দীর্ঘমেয়াদে শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো ও আলাদা নিয়োগ ব্যবস্থা চালুর সুপারিশও থাকবে।

তিনি আশা প্রকাশ করেন, এসব সুপারিশ বাস্তবায়ন হলে দেশের প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা আরও কার্যকর হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর