জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিনটি দাবিতে অনশন করা শিক্ষার্থীদের আন্দোলনকে 'সাজানো' আখ্যা দিয়েছেন জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রিয়াসাল রাকিব।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি দাবি করেন, এই আন্দোলন ছিল একটি 'নাটক' এবং এটি বিশেষভাবে জকসু নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পনা করা হয়েছিল। রাকিব বলেন, “ছাত্র অধিকার পরিষদ, শিবির ও অন্যান্য গোষ্ঠী একত্রিত হয়ে এই নাটক সাজিয়েছে এবং শিক্ষার্থীদের মাঠে নামিয়েছে। মূল উদ্দেশ্য ছিল নিজেদের রাজনৈতিক ফেস ফোকাস করা, বিশেষ করে জকসু নির্বাচনের জন্য। আমরা সব কিছু পর্যবেক্ষণ করেছি, কিন্তু কোনো ক্রেডিট নেওয়ার জন্য আমরা এতে যুক্ত হয়নি।”
তিনি আরও বলেন, “সবকিছু পরিকল্পনা করা হয়েছিল ছাত্রদলকে বাদ রেখেই। আমাদের সংগঠন সবচেয়ে বড় হলেও, আন্দোলনের সময় আমাদের কাউকে ডাকা হয়নি। আন্দোলনকারীদের মধ্যে দুইজন সিন্ডিকেট করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে, আর পেছন থেকে কারা কলকাঠি নাড়ছে, তা আমরা বুঝি।”
এর আগে, রবিবার সকাল সাড়ে ৮টা থেকে শিক্ষার্থীরা অনশন শুরু করেন। অনশনের কারণে প্রায় ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। বারবার উপাচার্যের অনুরোধ সত্ত্বেও তারা অনশন চালিয়ে যান। অবশেষে, সোমবার বিকাল পাঁচটায় সচিবালয়ে অবস্থান নিয়ে তারা আন্দোলন শেষ করেন। সন্ধ্যায়, মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিখিত আশ্বাস পাওয়ার পর তারা অনশন ভাঙেন।
এ বিষয়ে রাকিব বলেন, “সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্য নয়, এই আন্দোলন ছিল একদল সংগঠনের রাজনৈতিক স্বার্থের প্রচারণা। আমরা এতে কোনো অংশগ্রহণ করিনি, তবে সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম।”
উল্লেখ্য, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকে পুলিশের মাধ্যমে গ্রেপ্তার করার পর, পরদিন কোর্টে হলফনামা দিয়ে জামিনে মুক্তি পেয়েছিলেন রাকিব।
এসআর
মন্তব্য করুন: