রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস।
আন্দোলনকারী শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, আগামী রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কার্যকর করা হবে, যদি প্রশাসন পোষ্য কোটা বাতিল না করে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার এ ঘোষণা দেন।
সকাল থেকেই শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে ভবনের প্রবেশপথে তালা ঝুলিয়ে দেন।
ফলে দুই উপ-উপাচার্যসহ অনেক কর্মকর্তা-কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়েন।
সালাউদ্দিন আম্মার বলেন, “পোষ্য কোটা বিশ্ববিদ্যালয়ের মেধাভিত্তিক ভর্তি প্রক্রিয়ার জন্য বড় প্রতিবন্ধক। প্রশাসন এ বিষয়ে এখনো কার্যকর কোনো সিদ্ধান্ত দিতে পারেনি।
আমরা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ইতোমধ্যে প্রশাসন ভবনে তালা ঝুলিয়েছি। রবিবারের মধ্যে পোষ্য কোটা বাতিল না হলে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম স্থগিত থাকবে। এমনকি ক্যাম্পাসের বাসগুলোও চলাচল করতে দেওয়া হবে না।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব জানিয়েছেন, “আন্দোলনকারীরা তাদের দাবির পক্ষে ‘কমপ্লিট শাটডাউন’ করতে পারে। তবে আমরা চাই আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে। এর জন্য উভয় পক্ষের সঙ্গে বসা হবে।
বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটা নিয়ে একটি নতুন সিদ্ধান্ত জানালে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদে ফেটে পড়েন। তারা তিন দফা দাবি উত্থাপন করেন, যার মধ্যে পোষ্য কোটা পুরোপুরি বাতিল অন্যতম।
পরিস্থিতি উত্তপ্ত
বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করছে উত্তেজনা। তালাবদ্ধ প্রশাসন ভবনে আটকে পড়েছেন অনেক কর্মকর্তা-কর্মচারী। বিশেষ প্রয়োজনে কেউ বের হতে বা প্রবেশ করতে পারছেন না। এতে ভোগান্তিতে পড়ছেন শিক্ষক ও শিক্ষার্থীরাও।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি দ্রুত সমাধানে তারা সর্বাত্মক চেষ্টা চালাবে, যাতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত না হয়।
এসআর
মন্তব্য করুন: