দেশে পেঁয়াজ আমদানি শুরু হলেও বাজারে এর প্রভাব এখনো দৃশ্যমান
নয়। রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১৪০ থেকে ১৫০ টাকার মধ্যেই রয়ে গেছে।
ব্যবসায়ীদের তথ্যে জানা যায়, প্রায় দেড় মাস আগে দেশি পুরোনো পেঁয়াজের দাম ৭০–৮০ টাকা থেকে বেড়ে ১২০ টাকায় পৌঁছায় এবং দীর্ঘ সময় সেই দামেই বিক্রি হয়। তবে ডিসেম্বরের শুরুতে হঠাৎ করে দাম আরও বাড়তে শুরু করে এবং কোনো কোনো বাজারে কেজিপ্রতি ১৬০ টাকায়ও বিক্রি হতে দেখা যায়। এ পরিস্থিতিতে সরকার প্রতিবেশী দেশ ভারত থেকে সীমিত পরিমাণে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়।
সরকার ও ভোক্তাদের আশা ছিল, আমদানিকৃত পেঁয়াজ বাজারে এলে সিন্ডিকেট ভেঙে দাম কমবে। কিন্তু বাস্তবে দেখা গেছে, প্রতিদিন কিছু পরিমাণ পেঁয়াজ দেশে প্রবেশ করলেও গত কয়েক দিনে বাজারদরে তেমন কোনো পরিবর্তন আসেনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখনো আগের মৌসুমের প্রায় এক লাখ টন পেঁয়াজ মজুত রয়েছে এবং নতুন পেঁয়াজও ধীরে ধীরে বাজারে আসছে। কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে সরকার ব্যাপক আমদানির বদলে সীমিত পরিসরে আমদানির অনুমোদন দিয়েছে।
শনিবার সকালে ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, পুরোনো দেশি পেঁয়াজ কেজি ১৪০–১৫০ টাকায় বিক্রি হচ্ছে। কিছু বাজারে মান অপেক্ষাকৃত কম বা শিকড় গজানো পেঁয়াজ ১৩৫ টাকা দরে পাওয়া গেছে। অন্যদিকে ভারতীয় পেঁয়াজের দাম তুলনামূলক কম হলেও সরবরাহ সীমিত—কেজিপ্রতি ১২০–১৩০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং তা হাতে গোনা কয়েকটি দোকানে মিলছে।
মুগদা বাজারের এক খুচরা বিক্রেতা জানান, পাইকারি বাজার থেকেই বেশি দামে পেঁয়াজ কিনতে হওয়ায় খুচরায় দাম কমানো সম্ভব হচ্ছে না। তাঁর ভাষায়, বড় আড়তদাররাই মূলত দামের নিয়ন্ত্রণ করেন।
পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, পেঁয়াজ আমদানি পুরোপুরি উন্মুক্ত না করে নির্দিষ্ট কিছু ব্যবসায়ীকে অনুমতি দেওয়ায় বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকছে। ফলে দাম কমার সুযোগ তৈরি হচ্ছে না।
কারওয়ান বাজারের আড়তে প্রতি পাঁচ কেজি দেশি পেঁয়াজ ৬০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে, যা কেজিপ্রতি ১২০ টাকা পড়ে। ভারতীয় পেঁয়াজ সেখানে ৮০ থেকে ১০০ টাকার মধ্যে লেনদেন হচ্ছে।
একজন আড়তদার জানান, ভারতীয় পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে বাজারে না আসায় দেশি ও আমদানিকৃত—কোনো পেঁয়াজের দামই উল্লেখযোগ্যভাবে কমানো যাচ্ছে না।
ঢাকার বাইরে চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারেও একই চিত্র দেখা গেছে। সেখানে দেশি পেঁয়াজ কেজি ১২০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৯০–১০০ টাকায় বিক্রি হয়েছে।
এসআর
মন্তব্য করুন: