[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র বার্ষিক রিস্ক কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫ ৪:২৬ পিএম

সংগৃহীত ছবি

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র আয়োজনে বার্ষিক রিস্ক কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ ডিসেম্বর শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে দিনব্যাপী এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস-২) এর পরিচালক জনাব আ.ন.ম. মঈনুল কবীর।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর জনাব মাহমুদা হক এবং জনাব এম. এম. অপূর্ব আবরার রিসোর্স পারসন হিসেবে বিভিন্ন সেশনে আলোচনায় অংশ নেন।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট, ডিভিশন হেড, শাখা ব্যবস্থাপকসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কনফারেন্সে ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কাঠামো আরও শক্তিশালী করতে নতুন নীতি, কৌশল এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা ঝুঁকি ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, প্রযুক্তি-নির্ভর সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই ব্যাংকিং ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর