[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

খেলাপির চাপ কমাতে ঋণের আংশিক অবলোপনের অনুমতি দিলো কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫ ৬:১৫ পিএম

ব্যাংকিং খাতে দীর্ঘদিন ধরে জমে থাকা পুরোনো খেলাপি ঋণের

বোঝা কমাতে প্রথমবারের মতো আংশিক ঋণ অবলোপনের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিষয়টি নিয়ে নতুন নীতিমালা বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জারি করা হয়েছে, যা আগের দিন অনুমোদন পায়।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, যেসব ঋণ দীর্ঘদিন ধরে মন্দ বা ক্ষতিগ্রস্ত হিসেবে শ্রেণিকৃত এবং যার পুরো টাকা আদায় হওয়া বাস্তবে সম্ভব নয়—সেসব ঋণের জামানতবিহীন ও আদায়-অযোগ্য অংশ ব্যাংকগুলো তাদের হিসাব থেকে বাদ দিতে পারবে। এর ফলে ব্যাংকের স্থিতিপত্রে (ব্যালান্স শিট) প্রকৃত ঝুঁকি স্পষ্ট হবে এবং অবশিষ্ট টাকায় আদায় কার্যক্রমে মনোযোগ বাড়ানো সহজ হবে।

নতুন নীতিতে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে:

প্রথমে সুদের অংশ অবলোপন করতে হবে।

আদায় না হওয়া ও অনারোপিত সুদের জন্য আলাদা হিসাব রাখতে হবে।

প্রয়োজন হলে জামানতের বাজারদর হালনাগাদ করতে হবে।

গ্রাহক যে টাকা পরিশোধ করবে, তা আগে অবলোপনকৃত অংশ সমন্বয়ে ব্যবহার করতে হবে। অবলোপনকৃত অংশ শোধ হয়ে গেলে পরবর্তী টাকা স্থিতিপত্রে থাকা বকেয়া ঋণ কমাতে যোগ হবে।


এ ছাড়াও ব্যাংকগুলোকে গ্রাহকের মোট দায় নির্ধারণের সময় তিনটি অংশ একসঙ্গে বিবেচনা করতে হবে—
১) স্থিতিপত্রে প্রদর্শিত বকেয়া ঋণ,
২) অনারোপিত সুদের পরিমাণ,
৩) অবলোপন করা হলেও এখনো অনাদায়ী থাকা অংশ।

আংশিক অবলোপনের পরও পুনঃতফসিল বা এক্সিট সুবিধা দেওয়ার সুযোগ থাকবে, যাতে বাকি পাওনা আদায় করা সহজ হয়।

এই সিদ্ধান্তের ফলে আগের সেই বিআরপিডি সার্কুলার বাতিল করা হয়েছে, যেখানে আংশিক অবলোপনের কোনো সুযোগ ছিল না।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, নতুন ব্যবস্থা চালু হলে অকারণে স্ফীত অনাদায়ী ঋণের হিসাব কমবে, ব্যাংকের ব্যালান্স শিট হবে আরও স্বচ্ছ, আর খেলাপি ঋণ ব্যবস্থাপনা কার্যকর রূপ পাবে। নির্দেশনা ইতোমধ্যেই কার্যকর হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর