বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে ভারত থেকে নন-বাসমতি চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের পরে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, “চালের দাম কিছুটা স্থিতিশীল হলেও আবার কিছুটা বাড়ছে। তাই বাজার নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে নন-বাসমতি চাল আনা হবে। সরবরাহকারী সিঙ্গাপুরভিত্তিক, যাতে মান, সময়মতো সরবরাহ ও প্রতিযোগিতামূলক দাম নিশ্চিত করা যায়।”
ডিসেম্বরে সংশোধিত বাজেট অনুমোদনের বিষয়ে তিনি জানান, “গণভোট ও ত্রয়োদশ নির্বাচন একদিনে অনুষ্ঠিত হওয়ায় খরচ বাড়তে পারে। বাজেট পুনঃপর্যালোচনা করা হচ্ছে, তবে নির্বাচন সংক্রান্ত খরচ উন্মুক্ত রাখা হয়েছে। প্রয়োজন হলে জরুরি বা অতিরিক্ত খরচের জন্য পর্যাপ্ত ফান্ড আছে।”
সালেহউদ্দিন আহমেদ বলেন, “একই দিনে নির্বাচন আয়োজন চ্যালেঞ্জ হলেও তা গ্রহণযোগ্য। দুই দিনে করলে রিটার্নিং অফিসার, ব্যাংক কর্মকর্তা ও স্কুল শিক্ষকসহ যথেষ্ট সংখ্যক কর্মী মোবিলাইজ করতে হবে, যা কঠিন।”
এদিন বৈঠকে সার ও পরিশোধিত তেল ক্রয় এবং তিনটি সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: