দেশের পুঁজিবাজারে ১০ বছর মেয়াদি একটি নতুন ট্রেজারি বন্ডের
লেনদেন শুরু হয়েছে, যার মাধ্যমে সরকার ২,৫০০ কোটি টাকা সংগ্রহ করেছে। এই বন্ড ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয়েই সোমবার (১০ নভেম্বর) থেকে এই বন্ডের লেনদেন শুরু হয়েছে।
বন্ড সংক্রান্ত মূল তথ্য
বন্ডের নাম: ‘১০ওয়াই বিজিটিবি ১৯/১১/২০৩৫’
লেনদেন কোড: টিবি১০ওয়াই১১৩৫
ডিএসই স্ক্রিপ্ট কোড: ৮৮৫৪৭
সিএসই ট্রেডিং আইডি: ৫০৩১৩
ইউনিট প্রতি লেনদেন শুরুর মূল্য: ১০১.৪৫ টাকা
অভিহিত মূল্য: ১০০ টাকা
প্রতি লটে ইউনিট সংখ্যা: ১,০০০ পিস
কুপন রেট: ১০.৩৯%, বছরে দুইবার প্রদেয়
বাংলাদেশ ব্যাংক মোট ২৫ কোটি ইউনিট ইস্যু করেছে, যার মাধ্যমে ২,৫০০ কোটি টাকা উত্তোলন হয়েছে।
উল্লেখ্য, এর আগে ১০ নভেম্বর ২ বছরের মেয়াদি নতুন ট্রেজারি বন্ড ইস্যু করা হয়েছিল, যার মাধ্যমে সরকার ৪,০০০ কোটি টাকা সংগ্রহ করেছিল।
এসআর
মন্তব্য করুন: