[email protected] মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
১৩ কার্তিক ১৪৩২

জিরো রিটার্ন’ দাখিলে ৫ বছরের জেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৫ ১:০০ পিএম

সংগৃহীত ছবি

আয়কর রিটার্নে ‘জিরো রিটার্ন’ নামে কোনো বিধান নেই এবং শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে রিটার্ন দাখিল করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এ ধরনের অসত্য তথ্য দিলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জিরো রিটার্ন’ দাখিল বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

এসব পোস্টে দাবি করা হচ্ছে যে, রিটার্ন ফরমের সব ঘর শূন্য দিয়ে পূরণ করলেই রিটার্ন দাখিল সম্ভব। কিন্তু বাস্তবে এই তথ্য ভুয়া এবং আইনবিরোধী।

এনবিআর জানায়, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী করদাতাকে তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে রিটার্নে প্রদর্শন করতে হবে।

এর কোনো একটি বা সবগুলো শূন্য দেখানো বেআইনি এবং এটি ফৌজদারি অপরাধ। আইনটির ৩১২ ও ৩১৩ ধারায় মিথ্যা তথ্য দিলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

সংস্থাটি স্পষ্ট করেছে, করযোগ্য আয় না থাকলেও প্রকৃত তথ্য প্রকাশ বাধ্যতামূলক। দেশের উন্নয়নে অংশ নিতে এবং নাগরিক দায়িত্ব পালনে সৎভাবে রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে এনবিআর।

একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুয়া ‘জিরো রিটার্ন’-এর প্রলোভন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে তারা। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর