[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৯ শ্রাবণ ১৪৩২

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সব ব্যাংকে ছুটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ আগষ্ট ২০২৫ ৫:৫৭ পিএম
আপডেট: ০৩ আগষ্ট ২০২৫ ৫:৫৯ পিএম

সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট (২০২৫) দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেনসহ যাবতীয় ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ডিওএস) গাজী মো. মাহফুজুল ইসলাম স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুসারে ৫ আগস্ট সারাদেশে তফসিলি ব্যাংকসমূহে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

 

তবে ব্যাংক বন্ধ থাকলেও গ্রাহকদের জন্য অনলাইন ব্যাংকিং ও স্বয়ংক্রিয় লেনদেন সুবিধা চালু থাকবে।
এটিএম (ATM) এবং ক্যাশ রিসাইক্লিং মেশিন (CRM)-এর মাধ্যমে টাকা উত্তোলন ও জমা দেওয়া যাবে। ফলে গ্রাহকরা ডিজিটাল চ্যানেলের মাধ্যমে প্রয়োজনীয় লেনদেন করতে পারবেন।

 

এর আগে চলতি মাসের শুরুতে সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে জাতীয় দিবসের মর্যাদা দিয়ে ঘোষণা দেয় এবং দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস হিসেবে চিহ্নিত করে। এ উপলক্ষে দিনটি সরকারি সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হয়।

সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও নাগরিকদের অংশগ্রহণে দিবসটি উদ্‌যাপন করার কথা রয়েছে।

এই প্রেক্ষাপটে ব্যাংক বন্ধ থাকলেও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং কার্যক্রম অব্যাহত থাকবে—এমনটি নিশ্চিত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর