[email protected] সোমবার, ৪ আগস্ট ২০২৫
১৯ শ্রাবণ ১৪৩২

এনবিআরের আরেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ আগষ্ট ২০২৫ ৫:৩০ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান সংস্কারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে একের পর এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে।

সর্বশেষ, কর অঞ্চল-২, ঢাকার কর পরিদর্শক (গ্রেড-১০) লোকমান আহমেদকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

রোববার (৩ আগস্ট) এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ করায় সরকারি কর্মচারী (অবসর) বিধিমালা অনুযায়ী লোকমান আহমেদকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তিনি নিয়ম অনুযায়ী সকল অবসর-সুবিধা পাবেন।

এনবিআরের একাধিক সূত্র জানিয়েছে, লোকমান আহমেদ চলমান আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। এর আগে একই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা আরও কয়েকজন কর্মকর্তাকেও বরখাস্ত বা অবসরে পাঠানো হয়েছে।

 

গত ১২ মে সরকার এনবিআর এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতিমালা বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি নতুন বিভাগ গঠনের ঘোষণা দেয়। এর পরপরই এনবিআরের অভ্যন্তরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং কর্মকর্তারা কর্মবিরতিসহ নানা কর্মসূচিতে অংশ নিতে থাকেন।

এর ধারাবাহিকতায় গত ২৮ ও ২৯ জুন এনবিআর রিফর্ম ইউনিটি কাউন্সিল আয়োজিত কর্মসূচির কারণে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে। রাজস্ব আদায়ের কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, আন্দোলন দমনে সরকার কৌশলগতভাবে দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের পর্যায়ক্রমে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে অবসরে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তবে এতে এনবিআরের কর্মপরিবেশ ও প্রশাসনিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এই ধরনের অবসর সিদ্ধান্ত সামনে আরও বাড়তে পারে বলে ইঙ্গিত মিলছে সংশ্লিষ্ট দপ্তর থেকে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর