[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৮ শ্রাবণ ১৪৩২

আগস্টে বাড়বে না জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫ ৮:১৫ পিএম

সংগৃহীত ছবি

আগস্ট মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক সরকারি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগস্ট মাসে প্রতি লিটার অকটেন বিক্রি হবে ১২২ টাকায়, পেট্রোল ১১৮ টাকায়, ডিজেল ১০২ টাকায় এবং কেরোসিন ১১৪ টাকায়। এই দাম ১ আগস্ট থেকে কার্যকর হবে।

এর আগেও জুলাই মাসে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছিল। ওই সময়ও একই দামে এসব জ্বালানি বিক্রি হয়।

সরকার ২০২৩ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে। এই নিয়ম অনুযায়ী প্রতি মাসে নতুন দাম নির্ধারণ ও ঘোষণা করা হচ্ছে। একইভাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আন্তর্জাতিক বাজার অনুযায়ী এলপিজি’র দামও মাসিক ভিত্তিতে নির্ধারণ করছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, দেশে বছরে জ্বালানি তেলের মোট চাহিদা প্রায় ৭৫ লাখ টন, যার মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেলের ওপর নির্ভরশীল। ডিজেল ব্যবহৃত হয় প্রধানত কৃষি সেচ, গণপরিবহন ও বিদ্যুৎ জেনারেশনে। বাকি চাহিদা পূরণ হয় পেট্রোল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল, ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি দিয়ে।

বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ওঠানামা না থাকায় চলতি মাসেও মূল্য অপরিবর্তিত রেখেছে সরকার। এতে করে সাধারণ জনগণের ওপর বাড়তি চাপ পড়বে না বলে ধারণা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর