[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৮ শ্রাবণ ১৪৩২

চার জেলায় ডিলার নিয়োগ দেবে টিসিবি, আবেদন আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫ ৬:৫৭ পিএম

সংগৃহীত ছবি

ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের লক্ষ্যে চার জেলায় ডিলার নিয়োগ দিচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। এ সময় ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকরাও উপস্থিত ছিলেন।

ঘোষিত মুদ্রানীতিতে বলা হয়, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি কিছুটা কমলেও তা এখনো নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় বেশি। টাকার অবমূল্যায়ন, আমদানি ব্যয় বৃদ্ধি এবং বৈশ্বিক বাণিজ্যিক অনিশ্চয়তার কারণে মূল্যস্ফীতির ওপর নতুন করে চাপ তৈরি হচ্ছে।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক নীতিগত সুদের হার (Policy Rate) ১০ শতাংশে অপরিবর্তিত রেখেছে। এছাড়া, ঋণ প্রদানের হার (Standing Lending Facility) ১১.৫ শতাংশ এবং আমানত গ্রহণের হার (Standing Deposit Facility) ৮ শতাংশেই বহাল রাখা হয়েছে।

নীতিনির্ধারকদের মতে, মূল্যস্ফীতি যদি ধারাবাহিকভাবে হ্রাস পায় এবং প্রকৃত সুদহার ৩ শতাংশে পৌঁছে, তাহলে ধাপে ধাপে নীতি হার হ্রাস করা হতে পারে। তবে মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে না নামা পর্যন্ত কোনো ধরনের শিথিলতা আনার সুযোগ নেই।

 

মুদ্রানীতিতে ব্যাংক খাতের দুর্বল শাসনব্যবস্থা ও খেলাপি ঋণের চাপে দীর্ঘমেয়াদি সংকটের কথা উল্লেখ করে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক এ সংকট মোকাবেলায় বেশ কয়েকটি সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে— দুর্বল ব্যাংকের জন্য পৃথক তদারকি, সম্পদের গুণগত পর্যালোচনা এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে ঝুঁকিভিত্তিক তদারকি (Risk-Based Supervision) চালু করা।

 

বিশ্ববাজারে শুল্ক বৃদ্ধি এবং বৈশ্বিক মন্দার কারণে রপ্তানি আয় কমার আশঙ্কা থেকে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার বিনিময় হারে নমনীয়তা এনেছে। বর্তমানে দিনে দুইবার রেফারেন্স বিনিময় হার ঘোষণা করা হচ্ছে, যাতে বাজারে স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় থাকে। তবে অতিরিক্ত অস্থিরতা দেখা দিলে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে বাজারে হস্তক্ষেপ করবে।

সরকার ২০২৫-২৬ অর্থবছরে ৫.৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ৬.৫ শতাংশের মধ্যে মূল্যস্ফীতি ধরে রাখার লক্ষ্য নির্ধারণ করেছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই লক্ষ্য পূরণে সহনশীলতা বজায় থাকলেও প্রয়োজনে কঠোর নীতিকৌশল গ্রহণ করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর