[email protected] মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
২১ শ্রাবণ ১৪৩২

টেকসই ব্যাংকিংয়ে শীর্ষে ১০ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ ৯:১৮ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের ‘সাসটেইনেবল ফাইন্যান্স রিপোর্ট’-এ টেকসই ও পরিবেশবান্ধব কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখায় দেশের ১০টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানকে শীর্ষস্থানীয় হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

চলতি বছরের তালিকায় জায়গা পাওয়া ব্যাংকগুলো হলো—ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক। এদের মধ্যে ছয়টি ব্যাংক আগের বছরও তালিকাভুক্ত ছিল।

তবে এবার তালিকা থেকে বাদ পড়েছে গতবারের চারটি ব্যাংক—এক্সিম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এবং উত্তরা ব্যাংক।

অন্যদিকে, আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে আইডিএলসি ফাইন্যান্স ও আইপিডিসি ফাইন্যান্স দ্বিতীয় বছরের মতো ধারাবাহিকভাবে শীর্ষস্থানে অবস্থান ধরে রেখেছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মূল্যায়নে পাঁচটি সূচক বিবেচনায় নেওয়া হয়েছে—টেকসই অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা, সবুজ প্রকল্পে বিনিয়োগ, কোর ব্যাংকিং কর্মকাণ্ডের টেকসই ব্যবস্থা এবং ব্যাংকিং সেবার বিস্তৃতি। এর মধ্যে কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি এবং সার্ভিস কাভারেজ সূচক দুটি ছিল সবচেয়ে প্রভাববিস্তারী।

বিশেষজ্ঞদের মতে, যেসব ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী, মূলধন পর্যাপ্ত এবং খেলাপি ঋণের হার তুলনামূলকভাবে কম, তারা সাধারণত এই সূচকে এগিয়ে থাকে। পাশাপাশি, শাখা বিস্তার, গ্রাহক সংখ্যা, আমানত-ঋণ অনুপাত এবং এজেন্ট ব্যাংকিং কার্যক্রমও বড় ভূমিকা রাখে।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে বাংলাদেশ ব্যাংক এই রেটিং পদ্ধতি চালু করেছে, যার মাধ্যমে আর্থিক খাতে পরিবেশ, সামাজিক ও প্রশাসনিক (ইএসজি) কার্যক্রমকে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা হয়।

এতে করে দেশের ব্যাংকিং খাতে টেকসই ও দায়বদ্ধতার সংস্কৃতি আরও সুদৃঢ় হচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর