[email protected] শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
২৩ শ্রাবণ ১৪৩২

সাইফ পাওয়ার টেকের অধ্যায় শেষ, চট্টগ্রাম বন্দরের দায়িত্বে নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুলাই ২০২৫ ১:৩১ এএম

ফাইল ছবি

দীর্ঘ ১৭ বছরের পরিচালনার পর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)-এর দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে সরে যাচ্ছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

দীর্ঘ ১৭ বছরের পরিচালনার পর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)-এর দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে সরে যাচ্ছে সাইফ পাওয়ারটেক লিমিটেড

শর্তানুযায়ী চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আগামীকাল সোমবার (৭ জুলাই) থেকে এনসিটি পরিচালনার দায়িত্ব নিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর অধীনস্থ প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, সরকারের নির্দেশনায় ড্রাইডক লিমিটেডের সঙ্গে ছয় মাস মেয়াদি একটি পরিচালন চুক্তি অনুমোদন করেছে বন্দর কর্তৃপক্ষের বোর্ড। এই চুক্তি সোমবারই (৭ জুলাই) স্বাক্ষরিত হবে এবং একই দিন সাইফ পাওয়ারটেক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবে।

রাষ্ট্রীয় মালিকানাধীন ও নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাইডক লিমিটেড মূলত একটি সামরিক জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান, যার অবস্থান রয়েছে চট্টগ্রাম বন্দরের সীমানার মধ্যেই।

তবে এনসিটির দায়িত্ব হারালেও, সাইফ পাওয়ারটেক এখনই চট্টগ্রাম বন্দর থেকে পুরোপুরি বিদায় নিচ্ছে না। প্রতিষ্ঠানটি এখনো চুক্তিভিত্তিকভাবে চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনা অব্যাহত রাখবে।

বর্তমানে চট্টগ্রাম বন্দরে মোট চারটি কনটেইনার টার্মিনাল রয়েছে—
১. নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)
২. চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি)
৩. জেনারেল কার্গো বার্থ (জিসিবি)
৪. পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি)

সরকারের এই সিদ্ধান্তকে বন্দর কার্যক্রমে সামরিক ব্যবস্থাপনার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল, যা ভবিষ্যতের বন্দর পরিচালনা কাঠামোতেও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর