[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৯ শ্রাবণ ১৪৩২

মধ্যরাতে বরখাস্ত চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুলাই ২০২৫ ১:০৮ এএম

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের সংস্কার ঐক্য পরিষদের ডাকা শাটডাউন ও 'মার্চ টু এনবিআর' কর্মসূচিতে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দিবাগত মধ্যরাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় এনবিআর।

এর আগে সোমবার (৩০ জুন) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ মন্তব্য করেছিলেন, “সঠিকভাবে সেবা প্রদান করলে কাউকে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না।”

সূত্র জানায়, এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণসহ বিভিন্ন দাবিতে গত শনিবার (২৮ জুন) থেকে টানা শাটডাউন ও মার্চ কর্মসূচির ঘোষণা দেয় ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। কর্মসূচিতে সারাদেশের এনবিআর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

আন্দোলন ঠেকাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এনবিআরের সেবাকে “অত্যাবশ্যকীয়” হিসেবে ঘোষণা দেয়। এরপর রোববার (২৯ জুন) রাতেই ঐক্য পরিষদ তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়।

তবে একই রাতে ঐক্য পরিষদের সভাপতি, সহসভাপতিসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে রাজস্ব ক্ষতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পরদিন মঙ্গলবারও আন্দোলনের সামনের সারিতে থাকা আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের ঘোষণা আসে দুদকের পক্ষ থেকে।

সর্বশেষ, শনি ও রোববারের কর্মসূচিতে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে এবার চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হলো।

এনবিআর বলছে, এ ধরনের উপস্থিতি রাজস্ব আদায়ে বিঘ্ন ঘটায় এবং তা সরকারি স্বার্থের পরিপন্থী। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর