[email protected] মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
২০ শ্রাবণ ১৪৩২

আবারও কমলো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মে ২০২৫ ১১:৫৮ পিএম

ফাইল ছবি

দেশের বাজারে ফের সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সর্বোচ্চ এক ভরিতে ১,০৫০ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে, যা রবিবার (১১ মে) থেকে কার্যকর হবে।

নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য দাঁড়াবে ১ লাখ ৭০ হাজার ৭৬১ টাকা, যা আগের দাম থেকে কম।

২১ ক্যারেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৯ হাজার ৭১১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ১৫ হাজার ৫৩২ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম হ্রাস পাওয়ায় এ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এর আগে সর্বশেষ ৮ মে দাম কমিয়ে ৯ মে থেকে কার্যকর করা হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৩১ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং ১০ বার কমেছে। গত বছর (২০২৪) এই সংখ্যা ছিল মোট ৬২ বার।

তবে সোনার দামে পরিবর্তন এলেও রুপার বাজারে স্থিতিশীলতা রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২,৮১১ টাকায়। ২১ ক্যারেটের দাম ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২,২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১,৭২৬ টাকা। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর