[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

কর ও কাস্টমস ক্যাডারের আন্দোলনে অনুপ্রবেশের অভিযোগ, সতর্ক কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মে ২০২৫ ৮:৪৩ পিএম

ফাইল ছবি

কর ও কাস্টমস ক্যাডারের চলমান ন্যায্য আন্দোলনের মধ্যে বাইরের একটি মহলের অনুপ্রবেশের অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী আন্দোলনের প্রকৃত উদ্দেশ্যকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এবং এর মাধ্যমে জাতীয় রাজস্ব আদায়ের প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে চাচ্ছে।

সূত্রমতে, এই গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন কর বিভাগের সাবেক এক কর্মকর্তা, যিনি অতীতে নানা অনিয়ম ও দলীয় পক্ষপাতিত্বের অভিযোগে আলোচিত ছিলেন। আন্দোলনের সাথে যুক্ত কর্মকর্তারা অভিযোগ করেন, গত বুধবার এনবিআর ভবনে আয়োজিত এক জরুরি বৈঠকে ওই গোষ্ঠীর কয়েকজন সদস্য আন্দোলনের নেতৃত্ব দখলের চেষ্টা চালান, তবে দায়িত্বশীল কর্মকর্তারা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলেন। তারা জানান, ভবিষ্যতে এ ধরনের অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হবে।

বর্তমানে কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা এনবিআর পুনর্গঠন প্রক্রিয়ায় প্রস্তাবিত দুটি সিনিয়র সচিব পদের দাবি নিয়ে আন্দোলন করছেন। তাদের দাবি, এ দুটি পদ লাইনপোস্ট হিসেবে বিবেচনা করে সংশ্লিষ্ট ক্যাডার থেকেই নিয়োগ দিতে হবে, যাতে অভিজ্ঞতা ও দক্ষতা পূর্ণভাবে কাজে লাগানো যায়। সংশ্লিষ্ট দুইটি অ্যাসোসিয়েশন ইতোমধ্যে সাধারণ সভার মাধ্যমে নিজেদের অবস্থান সুস্পষ্ট করেছে।

একাধিক কর্মকর্তা  বলেন, এ দাবি কোনো ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থ নয়, বরং এটি রাজস্ব প্রশাসনের কার্যকারিতা ও জনস্বার্থে একটি অপরিহার্য পদক্ষেপ। তারা আরও জানান, প্রশাসন ক্যাডার থেকে এনবিআর চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পূর্ববর্তী অভিজ্ঞতা কাঙ্ক্ষিত ফল দেয়নি। পলিসি প্রণয়ন ও বাস্তবায়নে কার্যকর সিদ্ধান্ত নিতে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সময় লেগেছে, যা রাজস্ব আদায়ে প্রভাব ফেলেছে।

তারা আরও জানান, আন্দোলনের মধ্যেও রাজস্ব আদায়ের কাজে কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ সচেষ্ট রয়েছেন। তবে তাদের দাবি, আইন মন্ত্রণালয় হতে যে অধ্যাদেশ ভেটিং শেষে উপদেষ্টা পরিষদে উপস্থাপিত হবে, সেখানে তাদের দাবির প্রতিফলন না ঘটলে আন্দোলনের পরবর্তী ধাপ হবে আরও কঠোর।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর