[email protected] সোমবার, ৪ আগস্ট ২০২৫
২০ শ্রাবণ ১৪৩২

সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫ ১:৩৭ এএম

ফাইল ছবি

সরকার ও ভোজ্যতেল উৎপাদনকারীদের কয়েক দফা বৈঠকের পর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়ানো হয়েছে।

এখন থেকে পন্য কিনতে হবে ১৮৯ টাকায়, যা আগে ছিল ১৭৫ টাকা।

রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানায়। নতুন দর তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

নতুন দামে পাঁচ লিটারের বোতলের মূল্য ৯২২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮৫২ টাকা। এছাড়া খোলা সয়াবিন ও পাম তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬৯ টাকা প্রতি লিটার, পূর্বমূল্য ছিল ১৫৭ টাকা।

এর আগে, গত ৯ ডিসেম্বর সর্বশেষ দাম বাড়ানো হয়েছিল। এবার মিলমালিকরা ২৭ মার্চ দাম বাড়ানোর প্রস্তাব দেন। কর সুবিধার মেয়াদ শেষ হওয়া এবং আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধিকে কারণ হিসেবে উল্লেখ করেছেন ব্যবসায়ীরা।

১ এপ্রিল থেকে নতুন দর কার্যকরের ঘোষণা দেওয়া হয় এবং এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে অবহিত করা হয়। এরপর একাধিক বৈঠকের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর