সোমবার (৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী বিনিয়োগ সম্মেলন-২০২৫, যেখানে অংশ নেবেন যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের প্রায় ৬০০ দেশি-বিদেশি বিনিয়োগকারী।
রোববার (৬ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
সম্মেলনের প্রথম দিন:
দুটি ট্র্যাকে চলবে কার্যক্রম। এক ট্র্যাকে ৬০ জন বিদেশি বিনিয়োগকারী চট্টগ্রামে গিয়ে কোরিয়ান ইপিজেড ও মিরসরাই স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করবেন। একইদিন ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে 'স্টার্টআপ কানেক্ট' শিরোনামে একটি দিনব্যাপী অনুষ্ঠান হবে, যেখানে স্টার্টআপ ও ভেঞ্চার বিনিয়োগকারীদের মধ্যে নেটওয়ার্কিং ও ম্যাচমেকিং সেশন থাকবে।
দ্বিতীয় দিন (৮ এপ্রিল):
বিনিয়োগকারীরা নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি ইকোনমিক জোন পরিদর্শন করবেন। পরে বিশ্বব্যাংক ও আইএলও’র সঙ্গে বৈঠকে বিদেশি বিনিয়োগ (FDI) বিষয়ক সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা এবং একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে।
তৃতীয় দিন (৯ এপ্রিল):
সকাল ১০টা থেকে শুরু হবে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন। এতে প্রধান উপদেষ্টা এবং কয়েকজন বিদেশি বিনিয়োগকারী বক্তব্য দেবেন। সম্মেলনের বিভিন্ন সেশনে সফল বিনিয়োগকারীদের পুরস্কৃত করা হবে। একইদিন ইয়ুথ এন্টারপ্রেনারশিপ মেলা ও নবীন উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করবেন সরকারি কর্মকর্তারা। পরবর্তীতে রিনিউয়েবল এনার্জি সেশনে একাধিক কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
চারদিনব্যাপী এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে বৈশ্বিক বিনিয়োগের একটি উদীয়মান গন্তব্য হিসেবে তুলে ধরা।
এসআর
মন্তব্য করুন: