[email protected] বুধবার, ৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

গাড়িতে গ্যাস ব্যবহারকারীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৫ ১:৫৭ এএম

প্রতীকি ছবি

গাড়িতে ব্যবহৃত এলপিজি (অটোগ্যাস) এর দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার রাতে এক আদেশে এই তথ্য জানানো হয়।

বিইআরসি জানায়, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্কের হার সমন্বয়ের কারণে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

ভ্যাটের পরিবর্তিত হারের ফলে অটোগ্যাসের দাম এখন প্রতি লিটার ৬৬ টাকা ৮৫ পয়সা। এতে ভ্যাটের পরিমাণ ধরা হয়েছে ৪ টাকা ৪১ পয়সা।

প্রতি লিটার এলপিজির মজুত পরবর্তী মূল্যে (৫৩ টাকা ১৪ পয়সা) ৭ দশমিক ৫ শতাংশ হারে ভ্যাট যুক্ত হয়ে দাম দাঁড়ায় ৩ টাকা ৯৯ পয়সা। সবমিলিয়ে, ভোক্তাপর্যায়ে প্রতিলিটার অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ১৪ জানুয়ারি বিইআরসির এক আদেশে অটোগ্যাসের দাম ৬৭ টাকা ২৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

নতুন এ সিদ্ধান্তে গাড়ির গ্যাস ব্যবহারকারীরা কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর