সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানোর পর এবার পরিবার সঞ্চয়পত্রের নীতিমালায় পরিবর্তন এনেছে সরকার।
এখন থেকে এই সঞ্চয়পত্র শুধুমাত্র একক নামে কেনা যাবে সর্বোচ্চ ৪৫ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র একক নামে কেনা সম্ভব হলেও, যৌথ নামে বা প্রতিষ্ঠানের নামে এই সঞ্চয়পত্র কেনা যাবে না।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপনের মাধ্যমে ২০১২ সালের পুরোনো নীতিমালা বাতিল করা হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, ১৮ বছর বা তার বেশি বয়সের যেকোনো বাংলাদেশি নারী, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি (পুরুষ বা নারী), এবং ৬৫ বছরের বেশি বয়সী বাংলাদেশি পুরুষ নির্ধারিত ফরমে পরিবার সঞ্চয়পত্র কেনার জন্য আবেদন করতে পারবেন।
আগে পরিবার সঞ্চয়পত্রে সর্বোচ্চ বিনিয়োগের সীমা ছিল ৫০ লাখ টাকা। তবে এখন একক নামে বিনিয়োগের সর্বোচ্চ সীমা ৪৫ লাখ টাকাই রাখা হয়েছে।
এদিকে, চলতি মাস থেকে সঞ্চয়পত্রের মুনাফার হারও বাড়ানো হয়েছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত বিভিন্ন সঞ্চয়পত্র স্কিমে মুনাফার হার বেড়ে ১২.২৫ শতাংশ থেকে ১২.৫৫ শতাংশ পর্যন্ত নির্ধারিত হয়েছে।
পেনশনার সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফা ১২.৫৫ শতাংশ এবং ডাকঘর সঞ্চয় ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন মুনাফা ১২.২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
সঞ্চয়পত্রের বিনিয়োগ ধাপেও পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে তিন ধাপের পরিবর্তে দুটি ধাপ রাখা হয়েছে। প্রথম ধাপে ৭ লাখ ৫০ হাজার টাকার কম বিনিয়োগকারীরা এবং দ্বিতীয় ধাপে ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগকারীরা অন্তর্ভুক্ত থাকবেন।
এই পরিবর্তনের মাধ্যমে সঞ্চয়পত্র খাতে স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়ানোর লক্ষ্য নিয়েছে সরকার।
এসআর
মন্তব্য করুন: