হোটেল ও রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত পরিবর্তন করে আগের মতো ৫ শতাংশ বহাল রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এনবিআরের কর্মকর্তা বেলাল হোসেন চৌধুরী জানান, রেস্তোরাঁ মালিক সমিতির দাবির প্রেক্ষিতে কর নীতিতে এই সংশোধনী আনা হয়েছে।
এর আগে, রেস্তোরাঁ মালিক সমিতি ভ্যাট কমানোর অনুরোধ জানিয়ে এনবিআরকে চিঠি পাঠায়।
ওই চিঠির জবাবে এনবিআর জানায়, সমিতির উল্লিখিত দিকগুলো বিবেচনা করে কর কাঠামো পুনর্মূল্যায়ন করা হবে।
উল্লেখ্য, চলতি মাসের ৯ জানুয়ারি সরকার একটি অধ্যাদেশ জারি করে রেস্তোরাঁ খাতে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ এবং সম্পূরক শুল্ক ১০ শতাংশ নির্ধারণ করেছিল। এতে ভোক্তাদের মোট করের হার দাঁড়ায় ২৫ শতাংশ।
সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে ১০ জানুয়ারি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সংবাদ সম্মেলন করে।
তারা উল্লেখ করে, উচ্চবিত্ত এলাকার ভোক্তারা এই কর দিতে সক্ষম হলেও সাধারণ মানুষের জন্য তা কঠিন হয়ে দাঁড়াবে। ফলস্বরূপ, রেস্তোরাঁ খাত ক্ষতির মুখে পড়তে পারে।
সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে রেস্তোরাঁ মালিক ও ভোক্তারা উভয়েই সন্তোষ প্রকাশ করেছে।
এসআর
মন্তব্য করুন: