বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীকে (এসকে সুর) গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মামলাটি দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়।
মামলায় এসকে সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মেয়ে নন্দিতা সুর চৌধুরীকেও আসামি করা হয়েছে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানান, গত বছরের ২৩ ডিসেম্বর প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে এই মামলা করা হয়।
এসকে সুরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি ডেপুটি গভর্নর থাকাকালে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) ঋণ কেলেঙ্কারিতে সহায়তা করেছেন। পিকে হালদার পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা লোপাট করেছেন।
ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হকের সিএমএম আদালতে দেওয়া জবানবন্দি অনুযায়ী, এসকে সুরকে ‘ম্যানেজ’ করেই পিকে হালদার এই অর্থ আত্মসাৎ করেন।
এসকে সুর ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান। এরপর তিনি বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি অবসরজীবন কাটাচ্ছেন।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, এসকে সুরের বিরুদ্ধে আরও তদন্ত চলছে এবং তার সম্পদ যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: