[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

হাদিকে গুলির ঘটনায় তথ্য দিতে ডিএমপির অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ১০:৪০ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ অব্যাহত রেখেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

হামলাকারীদের বিষয়ে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানা বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানাতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির তীব্র নিন্দা ও তদন্তের অগ্রগতি

বিজ্ঞপ্তিতে বলা হয়,
“শুক্রবার বেলা আড়াইটার দিকে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তিনি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। ডিএমপি এ ন্যক্কারজনক ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।”

ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ শুরু করে। থানা পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সন্দেহভাজন ব্যক্তি ও সম্ভাব্য স্থানগুলোতে তল্লাশি চালাচ্ছে।

ডিএমপি আরও জানায়—
“সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার মতো এই হামলার সঙ্গেও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।”

নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান

বিজ্ঞপ্তিতে নাগরিকদের উদ্দেশে বলা হয়,
“নগরবাসী আতঙ্কিত হবেন না। হামলাকারীদের বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানা বা ৯৯৯ নম্বরে জানাতে অনুরোধ করছি।”

একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি আন্তরিকভাবে কাজ করছে বলেও উল্লেখ করা হয়।

এর আগে দুপুরে নির্বাচনী প্রচারণার সময় বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর