[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

মেট্রোরেল বন্ধ রেখে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ৫:২৭ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা চাকরি বিধিমালা বাস্তবায়নের দাবিতে মেট্রোরেলের চলাচল বন্ধ রেখে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছেন।

শুক্রবার বেলা ৩টা থেকে উত্তরা দিয়াবাড়িতে ডিএমটিসিএলের প্রধান কার্যালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন।

বাধ্যতামূলক সময়সীমার মধ্যে চাকরি বিধিমালা কার্যকর না হওয়ায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সম্পূর্ণ কর্মবিরতি পালন করছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

এ সময় ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চাইলে তাকে ফিরিয়ে দেওয়া হয়। পরে কর্মচারীরা তাকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন এবং অনেকেই এমডির কক্ষের সামনে অবস্থান নেন।

ডিএমটিসিএলের কর্মকর্তা আকরাম হোসেন বলেন, “আমরা সর্বাত্মক কর্মবিরতিতে আছি। তাই আজ (শুক্রবার) কোনো ট্রেন অপারেশনে যায়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

সাধারণত ছুটির দিনে বিকাল ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। তবে কর্মবিরতির কারণে বেলা ৩টায় ট্রেন ছাড়ার কথা থাকলেও সাড়ে ৩টা পর্যন্ত কোনো ট্রেন স্টেশন ছেড়ে যায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর