[email protected] বৃহঃস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
৪ পৌষ ১৪৩২

ইবতেদায়ি শিক্ষকদের ভুখা মিছিল ছত্রভঙ্গ করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫ ৩:৩৭ পিএম

সংগৃহীত ছবি

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে রাজধানীতে মিছিল করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন শিক্ষকরা।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয় অভিমুখে তাদের ‘ভুখা মিছিল’ শুরু হলে পুলিশ সেটি ছত্রভঙ্গ করে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে শত শত শিক্ষক প্রেস ক্লাবের সামনে জড়ো হন। পরে তারা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে এগোতে চাইলে পুলিশ বাধা দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

ভুখা মিছিলের নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন এবং বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান।

শিক্ষকরা জানান, তারা দীর্ঘদিন ধরে ইবতেদায়ি শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়ে আসছেন। দাবি পূরণ না হওয়ায় আন্দোলনের অংশ হিসেবে এবার ‘ভুখা মিছিল’ কর্মসূচি পালন করেন তারা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর