[email protected] সোমবার, ৪ আগস্ট ২০২৫
২০ শ্রাবণ ১৪৩২

রাজধানীতে তীব্র যানজট, চরম ভোগান্তিতে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ আগষ্ট ২০২৫ ৩:৫৫ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীজুড়ে রোববার (৩ আগস্ট) সকাল থেকেই সৃষ্টি হয় তীব্র যানজট।

রাজনৈতিক সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, এইচএসসি পরীক্ষা ও সপ্তাহের কর্মদিবস একসঙ্গে হওয়ায় ঢাকার বিভিন্ন এলাকায় যানবাহনের ধীরগতি ও ভিড় দেখা যায়। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী।

দুপুর আড়াইটায় শাহবাগে শুরু হয় ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’, যা চলে সন্ধ্যা পর্যন্ত।

একই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির ‘জুলাই ঘোষণাপত্র’ দাবি জনসভা এবং সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান হয়। ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় যানজটের আশঙ্কা আগেই করেছিল ডিএমপি, যা বাস্তবে রূপ নেয়।

ফার্মগেট, বাংলামটর, সায়েন্সল্যাব, মিরপুর রোড, প্রেসক্লাব, গুলিস্তানসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে তীব্র যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। বাস সংকটের কারণে কর্মজীবী মানুষ, পরীক্ষার্থী ও সাধারণ যাত্রীরা বাসে উঠতে ভোগান্তিতে পড়েন। অনেককে হেঁটেই গন্তব্যে যেতে দেখা গেছে।

বেসরকারি চাকরিজীবী চমং উ মারমা বলেন, "প্রচণ্ড ভিড় ও বৃষ্টির মধ্যে অফিসে যেতে খুব কষ্ট হয়েছে।"
আসাদগেটে বাসের জন্য অপেক্ষারত যাত্রী বাদল মিয়া বলেন, "বাস পেলেও ওঠার জায়গা ছিল না। শেষমেশ হেঁটেই রওনা হতে হবে।"

যানজটের প্রভাব পড়ে মেট্রোরেল স্টেশনগুলোতেও। ফার্মগেট, পল্লবী, মিরপুরে দেখা গেছে টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের।
ফার্মগেট স্টেশনে অপেক্ষারত যাত্রী আসিফ আলী বলেন, "সড়কে জ্যাম দেখে মেট্রো ধরলাম। কিন্তু এখানে এসেও লাইন পেরোতে হচ্ছে।"

সবমিলিয়ে দিনভর যানজট ও দুর্ভোগে নাকাল ছিল ঢাকাবাসী। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর