[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৯ শ্রাবণ ১৪৩২

সমাবেশ ঘিরে রাজধানীতে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ আগষ্ট ২০২৫ ৮:৩১ পিএম

সংগৃহীত ছবি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রোববার (৩ আগস্ট) রাজধানীতে একাধিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এতে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকাজুড়ে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ছাত্রদলের আয়োজনে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে ১ থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব চলবে।

এদিকে রোববার এইচএসসি/সমমান ও বিসিএস পরীক্ষাও অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচির কারণে সংশ্লিষ্ট এলাকাগুলো এড়িয়ে চলতে এবং বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

শনিবার (২ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিকল্প পথ নির্দেশনা:

  • হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: উত্তরের যানবাহনগুলো হেয়ার রোড বা মিন্টু রোড ব্যবহার করবে।
  • কাঁটাবন মোড়: পশ্চিম দিক থেকে আগত যানবাহন নীলক্ষেত/পলাশী অথবা সোনারগাঁও রোড হয়ে চলাচল করবে।
  • মৎস্য ভবন মোড়: হেয়ার রোড বা মনসুর আলী সরণি ব্যবহার করতে বলা হয়েছে।
  • টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকা: দোয়েল চত্বর বা নীলক্ষেত ক্রসিং হয়ে বিকল্প পথে চলাচলের অনুরোধ।
  • শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়ক: এসব এলাকা যথাসম্ভব এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।

বিশেষ করে এইচএসসি/সমমান ও বিসিএস পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে যাত্রা করার পরামর্শ দিয়েছে ডিএমপি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর